আছে যে জড়িয়ে
শম্পা ঘোষ
ভালোবাসা ও প্রেম নিয়ে যেই
এক কলম লিখেছি,
ওমা! সেকি আলোড়ন...
চারিদিকে শুধু
প্রেম আর ভালোবাসার,
সেকি প্রকরণ...
জ্ঞানের পাহাড়
গুগুল ঘেটে,
কি বিস্তার বিবরণ...
সেই যে বহু বছর আগে
ঘ্যানাদাদু,টেপীদিদাকে প্রেম করে
বাড়ি থেকে পালিয়ে ছিলো অকারণ...
তখন বুঝিনি
প্রেম করার আসল মানে,
কি তার উদাহরণ...
দুটি মন দুটি দেহ
করেছিলো বরণ...
তফাৎ দেখিনা তাতে,
দেখি সুস্থ মনের মিলন...
কিছু মতামত রইল তোলা
আজকের মত,
থাক সংযোজন...
হোক না অনন্ত,হোক না সীমাবদ্ধ
এত সহজে করা যায় না যাচন...
দুটোই মনের খুঁটি
মনই করে তারে গঠন।
**********
*******
****
*