অভিস্রবণ
শম্পা ঘোষ
সব ইচ্ছারা আঘাত পেলে
ফুলে ফেঁপে উঠে
সুনামী সৃষ্টি করলে
কোন আশার পাটাতনে
ভরসা করা যায়?
তলিয়ে তো যেতেই হবে
তখনো লবনাক্ত স্বপ্নে
মুক্ত খোঁজায় ব্যস্ততা...
ঘুম ভাঙলেই আলো,
বাবা...বাঁচা গেলো!
পেরিয়ে গেলো আর একটা দিন,
যেনো কাঁটার খোলসে ভরা সি আর্চিন।
!!!!*******!!!!
***
!
"৩-২৮-২৩"