অভিরত
শম্পা ঘোষ

         দেখবেন অনেকে
     নকল করেই এতই খুশি
          ভাব দেখাবে
     এটাই তার মৌলিকত্ব
        শুধু ভিতরে ভুসি।

    আরে তখন সে এতই বেহুঁশ
        ভুলে যায় তার পরিচয়
     ভুলে যায় তার আসল মুখ
   সময়কে করে কেবল অপচয়।

        তার চোখ তখন
           খুঁজে মরে
  অন্যের ভালোটা কেড়ে নিয়ে
       উঠতে হবে উপরে।
                        
    এ এক ধরণের অসুস্থতা
     এ এক ধরণের খেলা
      চালাচ্ছে সারাবেলা।

       তাই আবার বলি
         সময়ও ছুটছে
        পৃথিবীও ঘুরছে।

   তুমি তোমার পরিচয়ে বাঁচো
      অন্যকে নকল করে নয়
    বিবেককে কি পাও না ভয়।

      কিছু ভালো নিতে পারো
    তবে কপি করে অবশ্যই নয়,
তাহলে জীবনে কখনো পাবে না জয়।

  ******************
     **************
        ***********
           ********
              *****
                ***
                  *