অভিমানের মাঝে ভালোবাসা খোঁজে
                শম্পা ঘোষ

      অভিমানের পরাগ রেণু ছড়ায় যখন আঁখি
     তুমি তখন বুঝেই ফেলো কি হয়েছে বাকি।
   কাছে এসে বলতে থাকো রাগ কোরো না রানী
   এবার মতো ক্ষমা করো দোষটি আমার জানি।
    প্রদীপ তখন পুড়তে থাকে বিনা তেলে সলতে
   তেল যে তার চায় এখুনি হয় না তারে বলতে।
  গান করে আজ মান ভাঙাবো থাকবে কেমন দূরে
এসো না দুজন হারিয়ে যে যায় ওই সুখের অন্তপুরে।
  কোমল কোমল মনের ভিতর ফুটবে গোলাপ ফুল
   মন যে তখন কাছে পেতে হয় যে বড়ই আকুল।
      হাতটি তারে যায় বুলিয়ে কৃষ্ণকালো চুলে
    মান যে তার যাচ্ছে গলে যাচ্ছে দেখো ভুলে।
    মন পাহাড়ের বরফ এবার গলেই শীতল জল
    বুঝেই গেছি বুঝেই গেছি পেয়েছি মনের তল।
   মনের ভিতর মনটি হয়ে থাকবো তোমার কাছে
   আমায় আজ ভুল বুঝো না দোষ দিও না পাছে।
       দুটি মন একইভাবে উঠবে,বসবে,নাইবে
      সময়মত মন হারিয়ে প্রেম যমুনায় ভাসবে।
     মনের বাষ্প বোঝা কঠিণ কোন দিকে যে বয়
    জমতে জমতে ঘনীভূত আবার অভিমান সে হয়।
    তুমি আমার মনের মোহন থাকো সদাই পাশে
                               আর
  অভিমানের এই খেলাটা মনও খেলতে ভালোবাসে।

           *******************
              ***************
                   **********
                       ******
                           **