আবার গল্প বুনবো অনুরাগে।
শম্পা ঘোষ
ভালোলাগার ঘোমটা টেনে
আড়াল চোখে দেখছে পানে
কত বুদবুদিয়ে উঠছে কথা
ঝরে পড়ে শুকনো পাতা।
শীতল বাতাস আসছে উড়ে
মনের মত যাচ্ছে ঘুরে
দুহাত দিয়ে জানলা আটি
ভালই আছি আমরা দুটি।
অন্ধকারে পেঁচার আওয়াজ
পেঁচীর তখন বেজাই মেজাজ
বাঁধে পাইন গাছে ছোট্ট বাসা
আছে তারা বড়ই খাসা।
চাঁদের আলোয় ভাবনা তাজা
হাত বাড়িয়ে বলছে আজা
সোহাগ দেবো পরাগ মেখে
ভালোবাসার কল্কা এঁকে।
ঝিঁঝিঁ পোকা শান্ত যে আজ
ওরাও বলে সাজ নারে সাজ
জোনাক আলোয় মিটিমিটি
সময় কখন যাচ্ছে ছুটি।
অনুভবের শিশির ফোটা
ঘাসের ডগায় বিন্দু গোটা
রাত্রি জাগা শব্দরা সব
দিনের আলোয় হয় যে নীরব।
অন্ধকারেও সুখ চেনা যায়
আলো আসলে পালায় কোথায়?
ভানু,শশীর এই যে খেলা
মান-অভিমানের নিত্য পালা।
সুপ্রভাতে জানালা খুলি
সুখ জড়ানো চোখের তুলি
দিনের আলোয় অন্যরকম
পায়রা করে বকম-বকম।
একটি রাত পেরিয়ে গেলো
রইল জমা স্মৃতিগুলো
কত রাত আসবে যাবে
আবার গল্প বুনবো অনুরাগে।
*********
******
***
!
"৯-২৪-২১"