আনন্দ করেছে আড়ি(৪০০তম কবিতা)
শম্পা ঘোষ
ফল্স সিলিংএর ভাঁজে ভাঁজে
রঙিন আলোর মত্ততাটা
খাবলে ধরে খুশি ভরে
মনের ভিতর গর্ত কটা।
নকল করার দাবী নিয়ে
করছে সময় হুড়োহুড়ি
ঘরের দেওয়াল আঁটছে বসে
নদীর জলে শুকনো নুড়ি।
"অ"দেখানো "ব"বেঁকানো
সবাই এখন ছুটছে যে তাই
প্রতিযোগীতার ভাবটি নিয়ে
নাম লেখালোও চাঁদু রে ভাই।
পরিস্থিতির ধার ধারে না
কারা যেনো সাজছে বসে
চামড়ার উপর প্রলেপ লাগায়
মেকআপ দিচ্ছে ঘষে ঘষে।
এরাই আবার আইডল হয়
ম্যাগাজিনের প্রথম পাতায়
রোদ লাগে না তাই তো গায়ে
কেউ ছাতা ধরে ওদের মাথায়।
মন দরজা বন্ধ থাকে
হাসির ভিতর নেইকো রে প্রাণ
ক্যামেরাতে বন্দি রেখে
আজ ফেসবুকেতে আদান-প্রদান।
স্বাধীনতার নামটি করে
বিলিয়ে চলে আবরু ছটা
উদ্দেশ্য লুকিয়ে পরে
থাকে দেখানরই তীব্রতাটা।
আধুনিকতার ঘষা-মাজায়
কাঁসার বাসন বদলে যে যায়
চিনামাটির সস্তা দামে
টেবিল সাজিয়ে ডিনারটি খায়।
বদলানোরই এই যে নীতি
হঠাৎ করে হয় যে প্রখর
সুগন্ধী চাল খাচ্ছে বসে
আর বাছে না চালের কাঁকর।
সব কিছু আজ থিমকে ঘিরে
বিয়ে,বাড়ি,পূজার স্থানে
মানুষ এখন ভাসছে ঘোরে
খুঁজতে থাকে নতুন মানে।
ছোট্ট একটি জীবন চালে
দেখানোটাই মাত্রা ভারি
কখন আনন্দটাই পালিয়ে গেছে
জীবন থেকে করেছে আড়ি।
*************
********
***
"১-৮-১৯"
(এই কবিতাটি আমি এখানকার শারদীয়া সমাজ সংবাদ প্রত্রিকাতে
পূর্বে প্রকাশিত করেছি )