আলো
শম্পা ঘোষ

দীপটি জ্বেলে মনের দ্বারে
   কে তুমি জ্যোতির্ময়
অন্ধকারে পথ দেখালে
   লাগে না আর ভয়।

অশান্ত দেহে প্রশান্তিতে আজ
    ভরে গেছে দেহ মন
আনন্দে তাই বাউল হৃদয়
    গেয়ে উঠে সারাক্ষণ।

ওগো মনোময় সৃষ্টি করেছো দেখি
      অনাবিল এক সুখ
  ধরার বুকে কত হাসি খেলে
      অপরূপ তার মুখ।
  
   অঝোর ঝরে বৃষ্টি পড়ে
    ধুয়ে দেয় যত গ্লানি
তোমারই বুকে আশ্রয় লয়
   বেঁচে উঠে কত প্রাণী।

   তুমি অনন্ত তুমি দিগন্ত
    তুমি যে শান্ত প্রতিম
তোমার চরণে সঁপে দিলাম আজ
     দাও না সদগতিম।

   **************
      ***********
        ********
           *****