রংচটা ভালবাসা
    পায় নাকো দাম,
         চকচকে প্রেমালাপে
                ভরে গেছে ধাম।

আজকের সমাজটা
      মুঠোফোনে বন্দী,
            টুইটার, ফেসবুকে
                  যত বাড়ে সন্ধি।

পাশাপাশি বসে আছে
        কেউ কথা কয়না,
            ফেসবুকে ঢুকে গিয়ে
                   মেটায় যে বায়না।

ঘোরলাগা দুনিয়াটা
          বনবন ঘুরছে,
             মুঠোফোনের কেরামতি
                      দিনদিন বাড়ছে।

অ্যান্ড্রয়েড, আইফোনে
           মেতে ওঠা হল্লা,
              ছোটো বড় সকলের
                  হাতে ধরা খেলনা।

বাঁহাতে স্টিয়ারিং
       ডান হাতে খেলনা,
            টেক্সট এলে ব্যস্ততা
                   বাকি সব ফেলনা।

বোঝো তবে কি হবে
         নেশাধরা মনটা,
            ওর হাতে সঁপে দাও
                      অন্যের প্রানটা।

সেলফি তুলে যায়
     নিজে ভাবে ফ্লিম স্টার,
          তারকারা বেড়ে ওঠে
                  করে শুধু চিৎকার।
            
মোহ যেন বশ করে
    মায়াজালে আছে সব,
            বেরোবার পথ নাই
               করে যাও জপ তপ!
          *******