মনের ক্ষিদে আশ মেটে না যতই তুমি চাও
তাই কিছুতে মন ভরে না যেটুকু তুমি পাও
যখন তখন লিখেই চলি
মনের সাথে কথা বলি
ওগো প্রভু আমায় তুমি আরও ক্ষিদে দাও।
************
********
****
কবিতা দিবস উপলক্ষে সকল কবির মনে এই ক্ষিদে জাগিয়ে রাখুক।