এ হবে এক ইতিহাস
শম্পা ঘোষ
কি আপনারা স্তম্ভিত,
না উল্লাসে মত্ত?
ভারসাম্য হারাবেই,
তলিয়ে যাবে দুর্নীতির খাঁদে...
চক্রান্ত বহুদিনের,
এ এক ফাঁদ পাতা-
গোছানো সংসার,
অতো সহজে নির্মূল
করা যায় না,
ওর শেকড় যে গেঁথে গেছে-
রন্ধ্রে রন্ধ্রে...
ভাবছেন তুলে ফেললেই
পাবেন মুক্তি,
কোথায় পাবেন সেই শক্তি?
খুড়তে খুড়তে থামিয়ে দিতে হবে,
ভর করবে অলৈকিক প্রবাহে,
বেশি গিয়ে কাজ নেই,
সব তৎপরতা থেমে যায়...
তোলার বড় বড় যন্ত্ররা-
আজ মুখ থুবড়ে পড়ে আছে
এখানে ওখানে,
আস্তে আস্তে জং ধরে যাবে...
ততদিনে শিকড় ফুঁড়ে বেরিয়ে আসবে-
নতুন দুর্নীতি,
এটাই হবে সত্যি...
এ হবে এক ইতিহাস,
সমস্ত মানবিকতাকে করবে গ্রাস...
এতে নিঃশ্বাস নিতে পারবেন তো?
নাঃ...আস্তে আস্তে-
অভ্যস্ত হয়ে যাবেন...
কালো ছায়া বিস্তীর্ণ পথ জুড়ে,
ভবিষ্যৎ কোথায়?
দেখা যায় না কিছু...সবই অন্ধকার,
কি জানি কি আছে দূরে?
********
****
!
"২-১৬-২৩"
ভালো লিখেছ সখী!!
কিন্তু হঠাৎ ভুলে গেলে কেন?
তবু মনে রেখো----
অনেক ভালোবাসা রেখে গেলাম।
শুভ রাত্রি।
যেমনটা ভেজাল খেয়ে খেয়ে আজ
খাঁটিকেই ভেজাল মনে হয়!
দুর্দান্ত প্রতিবাদী কবিতাটি।
মুগ্ধতা সহ শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ প্রিয় কবি।
ভালো থাকুন !
"এ হবে এক ইতিহাস
সমস্ত মানবিকতাকে করবে গ্রাস"।
তবে আফসোস, আমরাই সেই মানুষ!
বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!বিমোহিত!
যা আদিম যুগের ইতহাস থেকে বুঝা যায়। চমৎকার অপুর্ব আগামী ভবিষৎ লিখেছেন !!
পাঠে মুগ্ধতা অফুরান্ত শুভেচ্ছা ও ভালিবাসা রেখে গেলাম সম্মানিত কবি।
অনেক অনেক শুভেচ্ছা, প্রিয় কবি।
জীবনবোধের ,প্রতিবাদী ভাবনা কাব্যে সুন্দরে উপস্থাপন ।
শুভসন্ধ্যা , প্রিয়কবি ভগিনীকে হার্দিক, শুভেচ্ছা ।
ঘটে যাওয়া অনিয়মের বিরুদ্ধে দারুন এক প্রতিবাদী কবিতা।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি, অনেক-অনেক শুভ কামনা রইল।
অরিত্র***