এ হবে এক ইতিহাস
শম্পা ঘোষ
কি আপনারা স্তম্ভিত,
না উল্লাসে মত্ত?
ভারসাম্য হারাবেই,
তলিয়ে যাবে দুর্নীতির খাঁদে...
চক্রান্ত বহুদিনের,
এ এক ফাঁদ পাতা-
গোছানো সংসার,
অতো সহজে নির্মূল
করা যায় না,
ওর শেকড় যে গেঁথে গেছে-
রন্ধ্রে রন্ধ্রে...
ভাবছেন তুলে ফেললেই
পাবেন মুক্তি,
কোথায় পাবেন সেই শক্তি?
খুড়তে খুড়তে থামিয়ে দিতে হবে,
ভর করবে অলৈকিক প্রবাহে,
বেশি গিয়ে কাজ নেই,
সব তৎপরতা থেমে যায়...
তোলার বড় বড় যন্ত্ররা-
আজ মুখ থুবড়ে পড়ে আছে
এখানে ওখানে,
আস্তে আস্তে জং ধরে যাবে...
ততদিনে শিকড় ফুঁড়ে বেরিয়ে আসবে-
নতুন দুর্নীতি,
এটাই হবে সত্যি...
এ হবে এক ইতিহাস,
সমস্ত মানবিকতাকে করবে গ্রাস...
এতে নিঃশ্বাস নিতে পারবেন তো?
নাঃ...আস্তে আস্তে-
অভ্যস্ত হয়ে যাবেন...
কালো ছায়া বিস্তীর্ণ পথ জুড়ে,
ভবিষ্যৎ কোথায়?
দেখা যায় না কিছু...সবই অন্ধকার,
কি জানি কি আছে দূরে?
********
****
!
"২-১৬-২৩"