তোমার চোখে চন্দ্রজ্যোৎস্না
তোমার হাসিতে বসন্ত;
তোমার ছোঁয়ায় হারিয়ে যাওয়ার
নেই যে কোনো অন্ত।।
তোমার কথায় মিষ্টি সুর,
তোমার ছোঁয়ায় ঢেউ;
ভালোবাসার নৌকো বেয়ে
ডাকছে তোমায় কেউ।।
ফাল্গুন হাওয়ার গোপন কাব্য
তোমায় নিয়েই গান;
ভালোবাসি তোমায় আমি
আজ, কাল, অনন্তকাল।।
শুভ ভালোবাসা দিবস প্রিয়তমা!