ম্যাচিং পড়ে দেখবো ঠাকুর
কাটবে সময় সেরা;
মজায় মজায় থাকবো আমি
শুধুই তুমি ঘেরা।।

শহর বুকে ঘুরবো মোরা
থাকবো দুজন সাথে;
সবার কথা উড়িয়ে দেবো
মিথ্যা অজুহাতে।।

পুজোয় আমি সবকটা দিন
তোমার সাথেই যাবো;
কবে আমি এই সুযোগটা
সত্যি করে পাবো?

ছবির সাথে লিখবো ক্যাপশান  
বলবে ওরা ভাই;
এমন এখান ছেলে কিন্তু
আমাদেরও চাই।।

তখন নাহয় বোলো ওদের
হাসি মুখে মেখে;
ও তো শুধু আমার জন্যই
এতো ভালো লেখে।।

ভিড়ের মাঝে রাখবো ধরে
শক্ত করে হাত;
নাহলে কোথাও হারিয়ে গেলে
আমি কুপোকাত।।

এই যে আমি দিলুম লিখে
বুঝলে ওগো প্রিয়;
পুজোয় নাহয় ঘোরার সাথী
আমায় করে নিও।।