তোমার চোখে যত্নে রাখা
নিশীথ রাতের মায়া;
তোমার হাসির ঝর্ণাধারায়
সুরের মধুর ছায়া।।
শাড়ির ভাঁজে রঙিন কাঁপন
বাতাসে মেঘের গান;
তোমার কেশের গন্ধ মাখে
কবি মনের টান।।
দাঁড়িয়ে তুমি চুপটি করে,
বাতাসে গোপন সুর;
তোমার চোখের ভাষা বোঝে
আমার মনটা নূর।।
কাঁচের চুড়ির হাতের মাঝে
স্বপ্ন খেলে রঙ;
তোমার ছোঁয়ায় বাড়ছে আমার
ভালোবসার ঢং।।
ভাবতে গিয়ে তোমায় আমার
দিনটি হলো রাত;
আমার লেখায় বাঁচলে নাহয়
হয়ে হৃদয়পাঠ।।