************ শরৎকাল ***************

আকাশ জুড়ে মেঘের মেলা
ধবল মেঘ যাচ্ছে ভেসে
হিমেল বাতাস করছে খেলা
কাশবন যেথায় আছে ঘেঁষে।

রৌদ্র-ছায়া করছে যেন
ক্ষণে ক্ষণে লুকোচুরি
নীল নীলিমার গগণ পানে
উড়ে চলে পানকৌড়ি।

শিউলি ফুলের অঙ্গ জুড়ে
জাফরান রং আছে মিশে
হাওয়ার তালে পাল উড়িয়ে
বণিকের নাও যাচ্ছে ভেসে।

বিলের ধারে কঞ্চি 'পরে
মাছরাঙাটি দাঁড়িয়ে ঠাঁই
চান্দা পুঁটি খোলসে টাকি
চকিত ধরে গপ করে খায়।

কলসি কাঁখে পল্লিবধূ
জলকে আনে নূপুর পায়ে
শরৎ সকাল উঠছে জেগে
শিশির শোভা সারা গায়ে।

ঢাকের বাদ্য বাজে সদায়
দুর্গা পুজার আয়োজনে
বাঁশ বীথিকা সাজছে যেন
ধবল বকের গুঞ্জনে।

গাঙ শালিক ঐ যাচ্ছে উড়ে
নদীর চরে আপন নীড়ে
পথিক নিয়ে পাটনির নাও
ঘাটের কাছে এসে ভিড়ে।

ঝিলের মাঝে লোহিত ধবল
শাপলা শালুক ফুটে আছে
জেলের ছোট ডিঙিখানি
ভরে গেছে রূপোর মাছে।

সারা মাঠ ভরে আছে সবুজের বন্যা
শরৎ সেজেছে যেন ষোড়শী কন্যা!!