আগস্ট এলে সবার মনে
                          আসে খুশির বান,
সারাদেশে গাইছে সুরে
                            স্বাধীনতার গান।

সবার হাতে জয় পতাকা
                           চলছে দলে দলে,
দেশের মায়ের জয়ধ্বনি
                       গান করে সব চলে।

আগস্ট মানে অগ্নিযুগের
                            ঘটলো অবসান,
পরাধীন এই ভারতবাসীর
                      আসলো ফিরে প্রাণ।

আগস্ট তুমি করলে দেরি
                       আসতে যদি আগে,
কতই সিঁদুর মুছলো সিথির
                       বিনিদ্র রাত জাগে।

আসলে আগে থামতো নাকো
                           ঘুম পাড়ানি গান,
শূন্য হলো বাবা-মায়ের
                        কত জোয়ান প্রাণ।

মরলো কত গুলির খেয়ে
                     কাউকে দিল ফাঁসি,
দ্বীপান্তরের শাস্তি দিল
                     হারায় দেশের হাসি।

কতই চাষী প্রাণ হারালো
                       তাদের অত্যাচারে,
অন্যায় সব জুলুম করে
                        কত‌ই মানুষ মারে।

কত মায়ের মান লুটলো
                          করলো অপমান,
কত‌ই খুকু হারিয়ে গেল
                            মেলেনি সন্ধান।

অসহায় সেই মা-বোনদের
                       মুখগুলি সব ভাসে,
তাদের দুঃখের দৃশ্যগুলো
                     আসে আগস্ট মাসে।

সবাই মিলে করছো খুশি
                           গাইছো জয়হীন,
আমার কাছে আগস্ট মানে
                           অশ্রু ঝরার দিন।

রক্ত দিয়ে প্রাণ দিয়ে
                       করলো যারা স্বাধীন,
আগস্ট মানে অশ্রু দিয়ে
                         শোধ কর তার ঋণ।