আকাশ জোড়া চাঁদের আলোয়
আবার তোমার প্রেমে পড়ি;
চলো তবে স্বপ্নে দুজন
ভালোবাসার নৌকা গড়ি।।
তোমার মুখটা শান্ত সুরে
গুনগুনিয়ে গল্প কয়;
বুকের মাঝে তোমার আদর
ঠিক যেমনটা স্বপ্নে হয়।।
তোমার মাঝে শান্তি মেলে
তোমার চোখে রোশনাই;
রাতের শেষে ভোরের আলোয়
আবার যেন কাছে পাই।