স্বৈরাচারের পুতুল জানো
নামটি তাহার পুলিশ;
ঠিক ভুলের হিসাব হরিয়ে
হয়েছে তারা ফুলিশ।।
চোর ডাকাত ধরেনা আজ
তোলা তোলে মোড়ে;
কে জানি ঘুমে আছে নাকি
আছে কোনও ঘোরে।।
তথ্য প্রমান লোপাট করে
বসাচ্ছে ওরা থাবা;
তাইতো আজ কান্না লুকায়
অসহায় মুখে বাবা।।
স্লোগান দেওয়ায় ভরছে জেলে
আইনের ধরা মেনে;
শান্তি ধ্বংস করে কিছু মানুষ
আজকে ওদের কেনে।।
মামলা তোমার হাতের মুঠোয়
দাও যে হয়ে খুশ;
এক হাতে নাও salary এর টাকা
আর অন্যহাতে ঘুষ।।
সাধাসিধে সাধারণ মানুষের কাছে
লাঠিকে করো তলোয়ার;
তাইতো মানুষ নাম দিয়েছে
পুলিশ তুমি - ‘জানোয়ার’!!
[বিঃ দ্রঃ - আজও সমাজে অনেকে নিজের মেরুদণ্ড সোজা রেখে কাজ করেন কারোর কাছে বিক্রিত হন না, তাদের প্রতি আমার শ্রদ্ধা রইলো, তাদের কাছে আমি ক্ষমপ্রার্থী, তাদের জন্য এটা না... কোনও পোশাকের অপমান করা আমার উদ্দেশ্য নয় কিছু ঘটনার প্রতিবাদের জন্যই লেখা, এটি তাদের জন্য যারা অসৎ কাজের মাধ্যমে একটা পুরো পেশাকে বদনাম করেন। আশা করি বিষয়টি বুঝবেন 🙏❤️]