শিক্ষার আলো নিয়ে যারা এসেছিল ঘরে,
তাদের চোখে আজ কাঁটা, কালো অন্ধকারে।
দুর্নীতির ছায়ায় ছিন্ন হল ডানা,
২৬ হাজার স্বপ্ন হলো ভাঙা।
বইয়ের পাতায় যে নাম লিখেছিল তারা,
আজ খবরের কাগজে লজ্জার ধারা।
কিছুজনের লোভে, বিক্রি হল নীতি,
বিকল হলো দেশের শিক্ষার গীতি।
যে হাতে ছিল খড়ি ধরানো কলম,
সে হাতেই নাকি ছিল ঘুষের আলম।
অবিচারে যারা পেয়েছিল স্থান,
আজ তারা খুঁজে ফেরে নতুন প্রমাণ।
কিন্তু প্রশ্ন একটাই—শুধু কি তারা?
যারা নিয়োগের ছলে করেছিল কারচুপির খেলা!
বসদের ছায়া, দালালের দল,
সবাই কি পার পাবে, হোক না বিচার অবল।
শিক্ষা যেন ব্যবসা নয়, চেতনা হোক পুনরায়,
যোগ্যতার আলোয় গড়ি নতুন প্রয়াসের মায়া।
২৬ হাজার নয়, প্রতিটি আশার মান,
ফিরিয়ে আনুক সত্য, গড়ে উঠুক জ্ঞান।।