দেখবি তোরা চাঁদের হাসি
আমার সাথে চল,
সেই আকাশে তারার মেলা
দেখবি কিনা বল।

চাঁদের সাথে দুষ্ট মেঘ
করছে দেখো খেলা,
বাঁশ বাগানে জোনাকী পোকা
বসিয়ে দিয়েছে মেলা।

ক্ষনে ক্ষনে চাঁদটি হাসে
চাঁদের বুড়ির সাথে,
ফুলপরিরা হাওয়ায় উড়ে
আলো গভীর রাতে।

হটাৎ করে আকাশ জুড়ে
কালো মেঘের ভেলা,
চাঁদের হাসি ডুবে গেল
ভেঙ্গে গেল মেলা।