চোখের দৃষ্টি অপরূপ তোমার
যেন পড়ন্ত বিকেল বেলা;
তাকিয়ে আবার চোখ ফেরানো
সত্যিই কঠিন খেলা।।