সেদিনও আমি একলা ছিলাম
ছিলোনা তো কেউ পাশে;
পিছন থেকে দেখেছি আমি
ওরা সবাই হাসে।।
তখন সবাই ব্যস্ত ভীষণ
ভুল ত্রুটি সব গোনে;
দেওয়াল ছাড়া কেউ ছিলোনা
যে আমার কথা শোনে।।
শহর বুকে ভিড়ের মাঝে
আর লাগেনা একা;
কারন মুখোশধারী মানুষ আমার
এখন অনেক দেখা।।
এখন তোদের নতুন করে
লাগছে কেন ভালো;
এটাও কি সামনে সাদা
পিছনে পিছনে কালো।।
লাগবে না আর আমার এখন
মুখোশধারীর দল;
কারন প্রাচীন এক মনীষী বলেছেন
একলা পথে চল।।
তাই একলা আমি ভীষন সুখে
শুনছি কেবল গান;
মুখোশধারী সবাই কেমন
অদ্ভুত বেঈমান।।