বসন্তের ওই স্নিগ্ধ আলোয়
লাগলে হওয়া তোমার চুলে;
ফুলের গন্ধে তোমার ছোঁয়া
যাচ্ছি আমি সব যে ভুলে।।

ফাগুন হাওয়ায় রঙের মাঝে
পলাশফুলের মিষ্টি ঘ্রাণে;
চাইছি তোমায় আঁচলা রোদে
ভীষণ রকম মনে প্রাণে।।

তোমার চোখে নরম কুয়াশা
মিষ্টি বকুলের গল্প;
তোমার ছোঁয়ায় কাব্য রটে
নয়কো ভীষণ অল্প।।

তাই চাইছি আমি কাঠগোলাপ  
আর চাইছি বসন্তবেলা;
তুমিই আমার রঙিন কবিতা যার
প্রতি লাইনে প্রেমের মেলা।।