আমার দুর্গা নির্যাতিতা
একলা ঘরে কাঁদে;
কখনো আবার ছিন্ন বস্ত্রে
পড়ে থাকে খাদে।

আমার দুর্গা শক্তিহীন
একলা থাকে ঘরে;
তাইতো আজ নরপিশাচরা
টুঁটি চেপে ধরে।

আমার দুর্গা ভয়ে ভয়ে
থাকে আমি জানি;
সময় বয়স নির্বিশেষে
হয় যে শ্লীলতাহানি।

আমার দূর্গা মধ্য রাতে
অসুরের হাতে বন্দি;
ধর্ষণ কিংবা খুনের চেষ্টায়
ওরা আঁটে ফন্দি।

আমার দূর্গা দিনে রাতে
রোগীর সেবা করে;
তবুও কেন দিনের শেষে
অন্যায় ভাবে মরে?