আজিকে-
এই পৃথিবীতে, সকল মানুষ মিলে যেন একটি পরিবার,
একটি মহা-মহামারীর নির্মম দূঃখ শোকের ভাগিদার।
প্রতিদিন যত খবর আসে সবই দুঃখ কষ্টে ভরা,
বুঝি কখনো আর হয়নি এমন শোকাতুরা বসুন্ধরা।
কবে হবে নিরাময়-কাল স্বাভাবিক মানব জীবন-যাপন,
চেয়ে আছে মানুষ ঊর্ধ্বপানে মাগিছে পরিত্রান।
বিশ্বাসের দৃষ্টি ঊর্ধ্বে তাই ঊর্ধ্বমূখী প্রার্থনায়,
বিশ্বকর্তার দরবারে মানুষের আকুতি করোনামুক্ত ধরনীর আশায়।
বারে বারে করাঘাত করে যেতেছে কাতরে ভক্ত প্রাণ,
খোলো খোলো দ্বার হে দয়াময়, কর তব করুণা দান।
আজি বিশ্বজুড়ে প্রত্যহ যেতেছে মানুষ মরে করোনায়,
কেন এমন দুর্দশা সুন্দর ধরনীর ক্ষুদ্র অনুজীবের পঙ্কিলতায়?
পৃথিবী কি জড় জড়তায় অচল হয়েছে আজি,
তবে কি মহা-লগন সন্নিকট অতি-"ঘন্টা" যেতেছে বাজি?
প্রভু ভক্ত মানুষ বিশ্বাস করে না অহেতুক এমন ভাবনা,
বেদনা বিষাদে কেবল প্রকাশে প্রলাপের কল্পনা।