এলোকেশী কে গো বিরহিনী
আঁচল লুটিয়ে কাদামাটি জলে
কারে খুঁজে ফিরিছ একাকিনী
শ্রাবণের অঝোর বাদলে?
দেখে যেন মনে হয় চিনি তোমারে
তুমি কি কোন বসন্তের মধুবাগে
গেয়ে ছিলে প্রেম সঙ্গীত বাহার সুরে
মুখর করি কানন সেদিন মদির অনুরাগে?
এলায়ে অনুরূপ কেশভার
চঞ্চলা তুমি ওগো কার কামনা
কারে হারায়ে এলে এই নদীপার
মেঘলা আকাশ আঁধার বিড়ম্বনা।
ওগো অশান্ত উন্মাদিনী তোমার চিনি
তুমি নহ বিহ্বলা তুমি ধৈর্যশীলা
তোমার মোহিনী সুরে লহ যে কিনি
অসাধ্যের বহু মহিমার সৌভাগ্য লীলা!
থমকিয়া চাও বারেক পথ মাঝে,
স্থলিত অঞ্চল তুলে লও শক্তিময়ী
এমন দুর্বলের সাজ তোমায় নাহি সাজে
শ্রাবণের ধারায় নেয়ে এসো হে বিজয়ী!
ওগো জয়িতা, তোমার বিরহ ভাঙ্গিঁয়া
চূর্ণ করে দাও বেদনায় ছন্দে ছন্দে,
ধুয়ে দাও ক্লেদ হৃদয়ের প্রাঙ্গনে মুছিয়া
নব সাজে সাজ মুক্তির আনন্দে।