সেদিন ভেবেছিলেম মনে মনে
বহু দিনের অদর্শনে গভীর অভিমানে,
হয়তো ভুলে গেছো মোরে আছ যেখানে
অসম্ভবের স্তব্ধ অবস্থানে।

যেথা হতে কেহ কোনোদিন
ফেরেনা, মায়ার আবাসন
জনমের মতো বিস্মৃতির স্রোতে গমন,
সুদূরের তীরে হয়ে বিলীন।

তাইতো আমার ব্যথার ফুলগুলি
ছিঁড়ে ছিঁড়ে দিতেছিলেম ফেলি'
এমনি সময় একটি  ভ্রমর এলো পাখা মেলি
আমার মাথার উপর গুঞ্জরি গেলো চলি!

স্মৃতির পাতা ছিঁড়ছি তখনও আগের মতো
রাখবো না আর চিহ্ন তার সুখ দুঃখ যত
হায়- সে ভ্রমরটি আবার এলো সত্য!
সে কি তুমি? রইনু বসে বিস্ময়ে বিব্রত।