"স্বাস্থ্যই সকল সুখের মূল।"
এই নীতি বাক্য মানব জীবনের রক্ষা কবচ সমতুল!
স্বাস্থ্য সুরক্ষার সচেতনতা সব মানুষের অবশ্য কর্তব্য
অন্যথায় মানুষ যেন কেবল মানুষ,প্রাণী নহে সুসভ্য;
মানুষ বুদ্ধিমান প্রাণী,সৃষ্টির সেরা সৃষ্টিকর্তা বিধাতার
মানুষের হাতেই দিয়েছেন সমস্যা সমাধানের হাতিয়ার।
তাই তার ভালো মন্দের মোকাবিলা মানুষই করতে পারে
জ্ঞানের অন্বেষায় নানা অজানাকে এনে মুঠোয় পুরে। মানুষই পারে বিজ্ঞানের আর্শীবাদে মৃত্যুকে রোধিবারে,
অনুজীববাহি সংক্রামক ব্যাধির প্রতিষেধক আবিষ্কারে।
এমনি করে মানুষের হাতে জগতে সুস্থ জীবন নির্ভরশীল,
স্বাস্থ্য বিশারদ গণের তত্ত্বে মানুষকে হতেই হবে যত্নশীল।
আজিকের দিনে করোনা অতিশয় ভয়ংকর অগতি
সারা বিশ্ব এ ছোঁয়াচে রোগে ক্ষতিগ্রস্থ,শঙ্কিত সম্প্রতি।
করোনা কালে সবাই জানে জগত জুড়ে স্বাস্থ্য সুরক্ষাবাণী:
"এখন জন সমাগম বাতিল মাস্ক পরে যেতে হবে বাইরে"
মনে রাখতে হবে অদৃশ্য অনুজীব ঘিরে আছে আমারে।
কে মরতে চায় সুন্দর এ ভূবনে,
বেঁচে থাকার নেই কার আকুতি?
সুস্থ স্বাভাবিক জীবন মানুষের কাম্য
যদিও সে পৃথিবীতে অতিথি।
আমরা সব মানুষ যদি করোনা সুরক্ষা মেনে চলি,
হয়তো সত্বর ফিরে পাবো স্বাভাবিক জীবনের দিনগুলি।