পথিক পরাণ, হইওনা কো ম্রিয়মান
সম্মুখে খেয়া পারাপার-
যেন দূরে ঐ শুনি-অস্পষ্ট ঘন্টাধ্বনি,
সময় নেই থেমে থাকার।    

এখন ধূসর বেলা,আধার করে খেলা
চারিপাশে শূন্য প্রান্তর-
বৃথা পিছুটানেে চেওনা পিছনে,
শিথিল হয়েছে বন্ধন ডোর।

কালের প্রবাহ, নিতেছে বয়ে অহরহ
জীবনকে জরায়-
যুগ যুগের প্রসাদ লভি' নানা স্বাদ,
নিতেছি বিদায়।

এই দীর্ঘ ভ্রমণ, ধন্য করেছে জীবন
ধরনীর মোহ মমতায়-  
ওগো ক্লান্ত যাত্রী নিকষ স্তব্ধ রাত্রি,
নির্ভয়ে চল ঠিকানায়।