অতীত দিন কভু আসে না ফিরে
স্মরণের পাড়ে সে যে আলেয়া,
আজিকের এই ক্ষণ ফুটায় সত্যেরে
ছায়া হয়ে যেতে যেতে ডুবিয়া।

কিছুরই তো নেই অবসর ঠাঁই
আশা থাকে আশায়,
এইটুকু শান্তির সন্ধানে তাই
বসে আছি উৎকন্ঠায়!

দুঃখের হবে অবসান একদিন
আগের মতন আবার,
জীবনের রুপ হয়ে বিবর্তন
দিনে দিনে পুরাতন হবে যুগান্তর।


হয়তো,এই নীল আকাশ তারা ভরা
এমনি রবে দ্বীপ জ্বেলে অগনন,
আঁধারের গায়ে খুঁজে পাবে প্রাণের সাড়া
উচ্চতর সভ্য জগত, যুগান্তরের দান।