মানুষের গৃহবন্দী দশা যেন দ্বীপান্তরের ও কঠিন
একটি বাড়ির ঘরের ভিতর অবস্থান রাত দিন।
পরিবার পরিজন সংঘবদ্ধ যদিও সহ অবস্থানে
সবে রয়েছি একত্রে ঘরে তবুও আনন্দ নাই মনে।

এ মিলন সঙ্গ একত্র মিলিত বাসস্থান যেন "ধ্যানাশ্রম",
ছোট বড় সবায় কোলাহলহীন মুখে মুখে " জপ" নাম।
কেননা ভয়ানক সংক্রামক করোনা ভাইরাস করিছে দংশন
সারা বিশ্বে তার মরণ ফাঁদে সংহার করিছে শত সহস্র মানব প্রাণ।

অতি ছোঁয়াচে ব্যাধি তার প্রাথমিক স্বাস্থ্য সর্তক বিধি "আইসোলেশন"
স্বাস্থ্যনীতির সর্তক ব্যাবস্থাপনা "গৃহবন্দী বা কোয়ারান্টাইন"
হিতৈষীগণ জনগণকে তাই কঠোর হুশিয়ারীী বানীতে
আপন পরিবার পরিজনসহ অবস্থান করতে বলেন আপন ঘরেতে।

আবদ্ধ ঘরে নানা কষ্টের কথার চেয়ে এখন প্রাণের মমতায়
সবারই সয়ে যেতে হবে কিছু দুঃখ কষ্ট এই নিরাপদ আস্তানায়।
ছোটরা খেলতে পারেনা হয়তো খেতে পায়না মজার খানা,
বড়রা বাইরে বেরোতে না পেরে বিষন্ন নিরস মনা।

সকল মানুষ মোরা জীবনকে ভালবাসি তাই আজি গৃহবন্দী মঙ্গল
সুস্থ জীবনেে বেচেঁ থাকলে আবার ফিরে পাবো সমস্ত সকল।

আজিকের বিশ্ব বিপদগ্রস্থ তবু যেন এক পরিধীর পরিসরে
সকল দেশ সকল দেশের প্রয়োজনে সহায়ক পরষ্পরে।
মানুষের এই মহানুভবতার পরিচয় কত যে গৌরবময়
স্বর্গ-মর্ত যেন হয়েছে একত্র মানবিক প্রেমে সুন্দর সখ্যতায়।

সময় কি তা জানিনা, শুধু দেখি তার নব পুরাতন ধারা,
এই সত্যের সত্ত্বা মোচন করি দুর্বিপাক দেবে নব ইশারা।
ততদিন যদি রহি মৌনী ধ্যানে গৃহকোণে মুক্তির বন্দনায়
নিশ্চয় সত্ত্বর বদ্ধ দ্বার খুলে হেরিব সবে দ্বিতীয়ার চাদঁ নভঃনীলিমায়!!!  
                              
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷