দুই তীরে দুটি পাখি করে ডাকাডাকি
দ্বৈত সঙ্গীত সুরে,
দেখে না কেহ কারে আঁধার অন্ধকারে
উতলা কুহুরে ঝুরে।


নাই তারা নীড়ে আছে তবু পিন্জরে
এক আত্মায় নিবিড়ে
থেকে থেকে বিলাপ করে অধীর অধীরে,
দুটি পাখি দুই ধারে।


বয়ে যায় দিন সঙ্গীবিহীন
"ফিনিক্স কপোত" প্রায়
চন্দ্রদ্বীপে একাকী পাখি নিশিদিন,
"জিকির" করে লুটিয়ে বালুকায়।


নিয়তির নিষ্ঠুর লীলা,কঠিন খেলা
অভিস্মপাত ভরা,
সমাধান নাহি  কোন সুন্দর
দুইতীরে দু'টি পাখি ক্রন্দনে আত্মহারা।