বিশ্বাসে তোমায় ভালোবেসেছি আমি
তোমার ভাবনা আমার প্রতি জান তুমি,
অচেনার  মাঝে আঁধার ভেদি' এলে আলো
নবরুপে যেন নয়ন চকিতে দেখিল,
জগতের সুন্দর সম্মুখে আমার মুকুলি উঠিল?
শত আবিরে সৌরভ ভরে হৃদয় আকুলি দুলিল!  

এই বুঝি জীবনের স্বর্গদ্বার উন্মুক্ত হলো
আজিকে আকাশ বাতাস এত লাগে ভালো!
দূঃখের কণা নেই এ মনের কোনে কোনখানে,
মহাড়ম্বরে প্রেম এলো মোর জীবনে,
অকারণে তাই হেসে উঠি ক্ষণে ক্ষণে
কেবলই তোমার মুখচ্ছবি,ভাসে আমার নয়নে।


যৌবন সমাগমে উদ্ভ্রান্ত প্রাণ মন জুড়ে
এসেছিলে তুমি কোন সুদূরে
সেদিনের স্মৃতিগুলি যেন কল্প কাহিনী,
ভালোবাসার আকুলতা মনের গভীরে টানি,
আজো নিয়ে চলে মোরে পূর্বরাগের পুরে,
যেথা শুধু বালুচর নাহি বসত ঘর দুয়ারী।