রমজানের রোজার শেষে ঈদ এলো
মুসলিম জাহানে,
করোনার বিভীষিকা মাঝে ও জাগালো,
খুশীর আমেজ মুসলমানের মনে।
আজ জামাত নামাজ হবে না ঈদগাহের ময়দানে
হবে না কোলাকুলি বিনিময়,
মসজিদে মুসল্লিগণ করবেন নামাজ আদায়,
আল্লাহ তায়ালার সদনে।
এই ঈদের আনন্দ সুগভীর আত্মায়!
বন্দীগৃহে পরিবারের সবে আজিকে ঈদ যাপনে,
শরীক হয়ে আল্লাহর মেহমানে,
ঘরেতে যা কিছু আছে আপন সাধ্য আয়োজনে,
রাঁধবে ভোজ নতুন স্বাদ রন্ধনে।
এই ঈদ এক স্মরণাতীত সাক্ষ্য পৃথিবীতে
এই ঈদ আল্লাহরই নেয়ামত।
তাই আজিকে গৃহবন্দী থেকেও ঈদের মহানন্দে মেতে,
ছোট বড় সকল মুসলমান, করছে আল্লাহর এবাদত।