আজি বসন্তে অপরুপ সুন্দর উৎসবে ফুলবনে
নিকুঞ্জ লতিকা বিতানে কেহ গেলনা নিমন্ত্রণে।
নিরজনে ঝরা-পাতার মর্মর ক্রন্দন নীরবে
চাপা পড়ে আছে ত্রাসে অবশ অনুভবে।
বৃক্ষের শাখায় শাখায় বসন্তের আগমনে
নব পল্লব কিশলয় জেগেছে নব জীবনে।
আমের বোলে হিল্লোল তুলে যেতেছে মন্দ্র সমীরণ
বিহঙ্গের কূজন কাকলিতে মুখর অরণ্য কানন।
চকিতে তন্দ্রালসা দুপুরে আর্তসুরে খেয়ালে
স্বর মালিকা চলন বিস্তার বোলে,
বসন্ত বাউড়ী ডেকে ডেকে উড়ে 'বধুয়ারে',
সেই আর্তনাদের মূর্ছনাতে গৃহকোণে বিরহীনির অশ্রু ঝরে।
আজি বসন্ত এলো বনে, এলো না মানুষের মনে 'প্রেম উদাসী'
শুধু প্রকৃতি, বসন্তের ফুলবাসরে বসে, যেতেছে যেন হেসে 'মোনালিসার' হাসি!