২১শে ফেব্রুয়ারী বাংলাদেশের একটি স্মরনীয় দিন-ক্ষণ
বাঙালির মাতৃভাষা বাংলাভাষার মুক্তির আন্দোলন।
উচ্চ শিক্ষাক্ষেত্রে, অফিস আদালতে রাষ্ট্রভাষা এই ভাষাতে চেয়ে,
রাজধানী ঢাকায় ছাত্র-জনতা নেমেছে রাজপথে নির্ভয়ে।
সেদিন শুধু ইন্ধন কেবল "দেশপ্রেম" অবলম্বন করি
দুঃসাহসিকতায় মিছিল করেছে শ্লোগান " বাংলা ভাষা চাই " পোস্টার হাতে ধরি।
হঠাৎ পুলিশের এলোপাথাড়ি গুলি বৃষ্টির মতো ঝরে মিছিলে
ছত্রভঙ্গ করলো জনতা, রাজপথ ভাসলো শহীদের রক্ত লালে!
সেই নির্মম দৃশ্য, করুণ, শোনিত স্নাত নিথর শহীদ প্রাণ,
রফিক,সালাম,জব্বার,বরকত ভাষা আন্দোলনে হলেন বলিদান।
এই ভাষা আন্দোলনে চেতনা অনুপ্রেরণা বাঙালির মুক্তির সোপান,
দেশমাতৃকার গৌরব অধিকার লাভের মরণ-পণ প্রত্যয় অভিযান।
১৯৫২ সনের ২১শে ফেব্রুয়ারীতে সিক্ত হয়েছে পথের ধূলি,
জাতির মুক্তি চেতনায় নব জাগরণে জেগে উঠেছে বাঙালি।
আজিকে বাংলা ভাষার মুক্তির আনন্দে কাঁদিছে বাঙালি ভাষা শহীদ দিবসে,
আকুল আবেগে শ্রদ্ধায় ভালোবাসায় শহীদ মিনারে এসে।
মানুষ মরণশীল, জগতে একদিন সবারই হবে মরণ, জীবনের অবসানে
শহীদের আত্মদান উজ্জ্বল অম্লান অমর এ ভুবনে।