চারিদিকে হায়েনারা
উৎ পেতে থাকে
শিয়ালেরা খোলস পাল্টে
বাঘের ন্যায় ডাকে !

ছাগলের হাতে আজ
মানুষ বাঁধার রশি
তাই তো বসে আমি
যুগের হিসেব কষি !

বিবেক আজ ঘুমিয়েছে
জেগে আছে অসুর
তফাত আজ পাই-নে খোঁজে
মানুষ আর পশুর !

রচনা-৯ আগষ্ট ২০২১ ইং সোমবার