নৈতিকতার প্রশ্নে আপোষ
করে নিবে যেই জন
সে তো কভু মানুষ নহে
নাহি সে  কারো স্বজন।

যখন'ই থেকেছি যেখানে
ছিলাম যবে পাশে যার
কালো করে মোর স্ব-দেহ
আলোকিত করি শরীর তার ।

যখন'ই কোথা রেখেছি এ হাত
শেষ অব্দি সরিয়ে নেই নি কভু
প্রিয় আমার সফল কিংবা ব্যর্থ
সেথায় চোখ ভুলাইনি তবু ।

জ্বালাতে আলো পুড়িয়েছি মোরে
সমাজ সংসারে বারবার
বিনিময়ে কভু জাগেনি স্পৃহা
জগৎ সংসারে এই আমার ।

একদিন তবু যেতেই হবে
ভূবন ছাড়িয়া পরপার
রহিয়া যেতে চাহে এ মন
তোমাদের মাঝে বারংবার।
.
রচনা- ২৩ জানুয়ারী ২০২২ ইং