আমি যখন আমাকে
আমার বলে দাবি করতে পারি না ।
তোমাদের দাবি তখন
আমি সবার !
আমাকে আমার স্বীকৃতি দিতে যখোন
সৃষ্টিতে স্রষ্টার ভূমিকায় আমি ,
তখনো দেখি আমি তার ।
আর !
আমি তোমার !
এ ক্যামন আশ্চর্য জুড়ালো দাবি তোমার ?
আমি তো আমার নয় ,
তুমি ও নও তোমার ।
তুমি যার আমি ও তার ।
যিনি যার নিজের
আমরা’ই তার ।
গোকর্ণ ঘাট , ব্রাহ্মনবাড়িয়া ।