রাজনীতি বলে নাই’রে কিছু
বাংলাদেশে ভাই
বাকশালীরা নাশ করিল
বাঁচার উপায় নাই ।

যেথায় যায় সেথায় দেখি
ভিন্ন মতের লাশ
জেল জুলুমে মরছি সদা
চলছে দেশে ত্রাস !

গুমের দেশ বোমের দেশ
নেইতো ন্যায়ের লেশ
অবিচারে জ্বলছে আজি
সোনার বাংলাদেশ !

রচনা – ১৬ মাঘ ১৪২২
২৯ শে জানুয়ারী ২০১৬
সকাল – ১০==২০ মিনিটে
গোকর্ণ ঘাট –ব্রাহ্মনবাড়িয়া ।