ফোটনিক আলিঙ্গনে... ভেজা চুমুতে,
ইলেকট্রনের বিলীন হয়ে যাবার মতো,
তোমার ঠোঁটের কোনে হেয়ালী যতো,
দূর থেকে তোমায় ভালোবাসা... আজ,
আমি... শিখে নিয়েছি!
ফোটনের মতো অদৃশ্য আমি,
তোমার ঘরের দেয়ালে করজোড়ে
দাড়ানো পিঁপড়ের মতো,
হাজার বছর তোমার দিকে চেয়ে থাকা,
আমি... এক পলকে
দেখা... শিখে নিয়েছি!
আমি, শিখে নিয়েছি তোমার অবহেলা,
তোমার অবসর, তুচ্ছ জ্ঞান করা,
আমি, শিখে নিয়েছি তোমার প্রেম প্রেম খেলা।
তোমার রেগে লাল হয়ে কান্না ঝরা...
ন্যায় অন্যায়, বাকি সবটুকু সময়,
তোমার ভালোবাসা তবু আমার তো নয়,
আমার হৃদয়ের অলিগলি গুলো,
যা আছে সবটুকু আজ
তোমাকেই... লিখে দিয়েছি।।