শাখা জ্ঞানী, কাণ্ডজ্ঞানহীন,
বিবর্তনবাদের শাখামৃগ আমি,
কাণ্ড ছেড়ে শাখা থেকে শাখায় শঙ্কাহীন,
তবুও মেলেনি একটু প্রেম টেম,
সর্বহারা তরল ভালোবাসা আজ তন্দ্রাহীন।
ভালোবাসা তুমি রবি ঠাকুরের জমিদারী,
নজরুলের দরিদ্র পথকলী,
আমার নও তুমি, আমি যে,
সুকান্তের খেটে খাওয়া বাস্তুহীন,
প্রেম চাইনি কারো, ভালোবাসা সে তো লজ্জাহীন।
তবু ফিরে আসি পুনশ্চ স্বর্গে মর্তে অন্তহীন,
ঘৃনা আর উপহাসে বিব্রত কিন্নরী অর্থহীন,
শোধ দিয়ে যাবো দেবতারে আজ জন্মঋণ....