নিষ্ঠুর গুলি!

পুশকিন
২ রা আগস্ট দুপুর ৩ টা ৪৩

সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্র,
যন্ত্র চলছে ঠিকই ভুলে মূলমন্ত্র,
ক্ষমতা আঁকড়ে আছে,
অস্ত্রের ব্যবহার,
নব্য হানাদার গুলো
নগ্ন হুংকার ছাড়...

"স্বৈরাচার নিপাত যাক,
গণতন্ত্র মুক্তি পাক"
মনে হয় আজ ফাঁকা বুলি!

সমাজে রক্তের ডাক,
কাটবে ক্ষমতার নাক,
নিরস্ত্র যুবকের বুকে নিষ্ঠুর গুলি!

দিন তবু চলে যাক,
না শুনে জোরালো হাঁক,
অসহায় কবিতায় প্রতিবাদ তুলি...

তবুও কি বলো মিলবে গণতন্ত্র?
ক্ষমতায় যেই যাক ভুলে যাবে মন্ত্র
আবার হবে একি গল্পের পুনরাবৃত্তি,
আবার চলবে...
নিরস্ত্র যুবকের বুকে নিষ্ঠুর গুলি!