রাতের অন্ধকার চাদরের ভাঁজে,
পিশাচের কোলাহলে,
দিনভর উপর্যপুরি অবহেলায়,
হেয়ালির নকশিকাঁথা বুনে,
আমি খুঁজেছি তোমাকে।

রোডোডেনড্রনের সুবাসহীনা পাঁপড়িতে,
ঝোড়ে পড়া বকুলের অবাঞ্ছিত গালিচায়,
রাতভর পাপের পঙ্কিল কাদায়,
ভোরের আজানে,
আমি খুঁজেছি তোমাকে।

তোমাকে খুঁজে ফিরে,
ফেরারী কয়েদীর আগাম জামিনে,
শেষের শুরুতে,
নিঃশব্দ আলিঙ্গনে,
আমি ফের খুঁজে নিয়েছি আমাকে।