আমি... জেরুজালেম!

পুশকিন ২৫শে অক্টোবর ২০২৪ রাত ৩টা ৩৯


১১৮৭ থেকে ১২০৬ সাল কখনও ভুলে যাবনা,
আমি... জেরুজালেম!
অসংখ্য বার হাতবদল হয়ে বারো বনিতার মত,
কখনও নেশাগ্রস্থ অভিশপ্তদের সাথে,
কখনও আমি পুরুষ পথভ্রষ্ট নারীর হাতে,
গাইরুল মাগদুবি ওলাদ্দ্বল্লিন বলো?!

সালাহদিন আসলো এক নিষ্ঠুর নারীর বেশে
আমার জীবনের সিরাতুল মুস্তাকিম ধরে...
আমি জানলাম আমি কে? এবং কেনো?
নিজেকে চিনে নিলাম তোমার ঐ দুই
ঘনো খয়েরী চোখ দুটোকে ভালোবেসে,
কথা শুনে পর্দার আড়ালে দিয়েছিলে হেসে...

বেশ করেছিলে, দিয়েছিলে আমাকে
খ্রিস্টান দের হাতে, ইহুদীদের রাতে...
বেইজ্জত জেরুজালেম আমি নিজের লেখাতে,
ধুয়ে দিয়ে নিজেকে সত্যের উন্মাদনায়
আমার দুঃখ আর তোমার মজাতে,
ব্যাস্ত হয়েছি নিজেকে ভালো সাজাতে?!

কখনও বুঝবেনা তুমি আমাকে সামাকে...
নীল আসমান আর জমিন আমি আর ও!
দেখে মনে হয় মিলেছি দিগন্তে...
পুরো পৃথিবী ঘুরেও নাবিকেরা মধ্যযুগে,
আমাদের মিলনস্থল পায়নি খুঁজে!
তবুও সাগরে নীল অসীম আকাশ ও... ওর রঙে
দেখেছে মহাসমুদ্র আমাকে, নিজেকে রাঙাতে!

১২০৬ সালে ইবনে আরাবীর বেশে,
এসেছে ভালোবাসা জেরুজালেমের দেশে,
এখন বুঝেছি কেনো আল আকসা ছেড়ে,
লাখো মুমিনা তাওয়াফে মক্কায় ফেরে,
সিজদায়ে পরে, কাবার দিকে মুখ করে,
মক্কার মত পুরুষ খোঁজে নারী ইচ্ছা পূরনের তরে!

যদিও অজানা কবি আমি গদ্যে আর অন্তমিলে,
কাব্যিক আমি খুঁজে ফিরি ভালোবাসা,
কোরআন এর ঐশ্বরিক মহাকাব্যে...
হারিয়ে ফেলেছি আমি... ভুলে গেছি...
তোমাকে... আমাকে... সামাকে...