কিছু নেই বাকি আমার কাছে,
এক গুচ্ছ রক্ত গোলাপ ছাড়া...
গাঢ় মেরুন অদম্য সুবাস ছড়ানো,
ঠিক যেনো রক্তাক্ত হৃদপিণ্ড একখানা...
ফেরারী পাখির খাঁচা ভাঙ্গার আগে,
অসহ্য আবেগের অস্থিরতা যতো,
তুমি আমার রক্ত গোলাপে খুঁজে পাবে...
ভালো জানি...
রক্ত গোলাপ তোমার পছন্দ না...
তবু কেউ দিলে তুমি মানা করো না।।
তুমি চাও অপরাজিতা... দূর্লভ!
শতাব্দীতে একবার দেখা মেলে...
বাগানের এলেবেলে ফুল নিতে
তোমার বয়েই গেছে...?
তবু আমি তোমাকে,
এক গুচ্ছ রক্ত গোলাপ দিতে চেয়েছি,
যেগুলো ব্যবহারে মলিন হয়েছে...
ফ্লাওয়ার ভাসে রেখে পানি দিও রোজ?
আশা করি সুবাস দেবো অনেক দিন,
যদিও সেটা দু চার দিনও হতে পারে!
ভালো জানি...
রক্ত গোলাপ তোমার পছন্দ না...
তবু কেউ দিলে তুমি মানা করো না।।
তুমি চাও রডোডেনড্রন... ঘ্রাণহীন!
যার সুবাসে অন্য নারী ছুটে আসে না...
বাগানের এলেবেলে ফুল নিতে
তোমার বয়েই গেছে...?
তবু আমি তোমাকে,
আমার রক্তাক্ত হৃদয় দিতে চেয়েছি,
ফ্যাকাশে কানকোয় মাছওয়ালা রং দিয়েছে,
আশা করি অন্যমনস্ক তুমি খেয়াল করবেনা...
ভুল করে হলেও আমি তোমার হতে চেয়েছি
ভালো জানি...
রক্ত গোলাপ তোমার পছন্দ না...
তবু কেউ দিলে তুমি মানা করো না।।