সলতে দেওয়া জ্ঞানের প্রদীপ
           জ্বুলুক ঘরে ঘরে।
অন্ধ ছায়া ঘুচবে এবার
          উঠবে আলোয় ভরে।

সলতে শিখা সবার ঘরে,
        জ্বালো একে একে,
নিরক্ষরতা দুর হযে যাক
       আলোর পথের বাঁকে ।

সলতে হয়ে আমরা জ্বলি,
       আলো দেখাই তাতে,
সলতে রূপে তেলের জোগান
       বাবা মায়ের হাতে।

সলতে হল আলোর দিশা ,
     চারিদিকটা পরশে আশা।
বিশ্ব জ্ঞানে ভরবে ভারত,
     ঘুচবে এবার ঘোর তমশা।