ঘুমের মাঝে ছোট্ট আমি
একলা কাটাই রাত,
কল্পনারি ডান মেলাই
ফুল পরিদের সাথ।
রঙিন রঙিন ফুল গুলি সব
এফুল সেফুল ঘোরে-
ছুঁয়ে ছুঁয়ে দেখব কত
বকবে না কেউ মোরে।
লাল লাল ফিতেতে চুলের বেনী
তাতে গোঁজা ফুল,
আলতো পায়ে আলতা ছোঁয়া
এমনি খেলনা পুতুল।
সবুজ ঘাসে শিশির ভেজা
হিরের নতুন রূপ,
বাতাস মাঝে ঢালছে আতর
হাজার জ্বলা ধূপ।