একাকিত্ব জনহীন কুটিরে
বসে থাকি নিস্তব্ধ প্রহরে
বাইরে সবুজ শ্যামলে ভরা
এই বনরাজির মিষ্টি সুবাস
এমন করে জানিনা কিভাবে
সমযের ব্যবধান অতি অল্প মোরে।
আমার চিত্ত ভেসে বেড়ায়
নীলিমার গগন মাঝারেতে
রূপকথার সেই পরীর মতো উড়তে
উড়ে উড়ে আকাশের একটা একটা রং কুড়তে
রং এর ডালি নিয়ে ফিরতাম বাস্তবে
একাকিত্ব এই জনহীন প্রান্তরে ।