প্রেমিক শ্রেষ্ঠ; যদি নির্বাক হয় সে !
'সবাক' রাজনীতিবিদ হিসেবেই মানায়।
অন্ধত্বহীন স্নেহে নিরপেক্ষতার ভেজাল মেশে-
বধিরত্ব রত্নসম, কারণ সে দাম্পত্য ভাঙন বাঁচায়।
'পুরুষ-শোষণ' অবতীর্ণ হয়েছে সমহিমায়,
চিরপ্রতিদ্বন্দ্বী নারীই এখন তাদের টার্গেট ।
চক্রবর্ত্তী বাবু তো বলেইছেন কেমন প্রতিবন্ধী মানায়
এদেশে, যাতে খুলে যেতে পারে ভাগ্যের গেট !
তোমায় বলছি, " ভালো আছো তো ?"
আহা, মুখে কেন? ঘাড় নেড়ে দাও জবাব।
ঘাড় নাড়াবে ; যাতে থাকতে পারো অক্ষত-
ঝোপ বুঝে কোপ মারলে পেতেও পারো বিরিয়ানি-কাবাব !
সমালোচনা করছি না, সে ক্ষমতা আমার নেই।
তবে কী, প্রতিবন্ধী হওয়া একদিকে ভালো,
ঐ যে, ব্যাঙের গল্পটা জানা নেই-
'কালা' ব্যাঙ জেতার পর সবাই অবাক হয়ে গেছিল।