কারা করলো বাস্তবটাকে কঠিন?
সময় না সময় নিয়ে খেলা
কে দায়ী? সত্যগুলোকে করেছে আরও প্রাচীন-
ছড়িয়ে দিয়ে মিথ্যে ভরা ব্যবসার মেলা !
যদি বলো উত্তর চাই,
নেড়ে দেখো ইতিহাসটাকে-
সবই তো শেষে হবে একমুঠো ছাই,
এবার একবার ঘুরে দেখো জীবনটাকে।
আমরা তো শুধু হাতের পুতুল মাত্র,
বিশ্বাস- ঘাতকতা, হার-জিত এসবের-
নাহলে কেন কারো লেখা শেষ পত্র
বদলে দিতে পারে অন্য কারো অঙ্ক ভবিষ্যতের ?
একটা সই, একটা হ্যাঁ বা না অথবা একটা ক্লিক
ভাঙছে গড়ছে সব কিছু নিমেষের মাঝারে-
প্রত্যেকটা বর্তমানে জড়িয়ে থাকা একটা অতীত,
নিত্য লিখছে ভবিষ্যত আশঙ্কার রং-তুলি দিয়ে।